ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হিজবুল্লাহর মহাসচিব

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে কখনো পিছু হঠবে না বরং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকার সাইয়্যেদ আশ- শোহাদা কমপ্লেক্সে দেয়া এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ ইসরাইল-বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়ার যে হুমকি দেয়া হচ্ছে তাকেও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ।

হাসান নাসরুল্লাহ বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য। তিনি ইসরাইলি সামরিক বাহিনীর দুষ্ট প্রকৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও মানবিক পরিস্থিতির দিকে নিয়ে গেছে। ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ নিষ্ক্রিয় রয়েছে যা অত্যন্ত দুঃখজনক। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.