হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে ২ জুলাই বিকেলে ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছি খালেদা জিয়াকে। পরদিন (২৩ জুন) তার হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়। এ ছাড়া গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা ৩ জন চিকিৎসক।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেদিন তাকে কারাগারে নেওয়া হয়। এরপর উচ্চ আদালতে আপিল করলে সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। পরে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়। পরে কিছু দিন বিএসএমএমইউ’র প্রিজন সেলে থাকার সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। করোনাভাইরাসের সংক্রমণের সময় গুলশানের বাসা ও দেশেই চিকিৎসা নেওয়ার শর্তে মুক্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজা ও এভারকেয়ারে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.