পাক-আফগান সীমান্তে বিস্ফোরণে সাবেক সেনেটরসহ নিহত ৫

পাক-আফগান সীমান্তে বিস্ফোরণে সাবেক সেনেটরসহ পাঁচজন নিহত হয়েছেন। রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার উত্তর বাজুর জেলায় এই ঘটনা ঘটে। ওই আদিবাসী-প্রধান অঞ্চলে স্থানীয় নির্বাচনের আগে সাবেক সেনেটর হিদায়েতউল্লাহ খান প্রচার করছিলেন। এই জায়গাটা পাক-আফগান সীমান্তের ৪৫ কিলোমিটার দূরে। পুলিশের মুখপাত্র বাখর মুনির জানিয়েছেন, তার গাড়িটি বিস্ফোরণের ফলে উড়ে যায়।

সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হিদায়েতউল্লাহ খানের সঙ্গে তার দুই সহকর্মী ও দুইজন পুলিশও মারা গেছেন।

বার্তাসংস্থা এএফপিকে জেলা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মনে হচ্ছে- রিমোট নিয়ন্ত্রিত বোমা ফাটানো হয়েছে। এর ফলে সাবেক সেনেটরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনার নিন্দা করেছেন।

পাক কর্তৃপক্ষ প্রায়ই দাবি করেন, আফগান তালেবানরা টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

বাজুর হলো খাইবার-পাখতুনখাোয়ার একটা জেলা। এটা আফগানিস্তানের তালেবানের সহযোগী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি। ২০০১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে টিটিপি-ও উজ্জীবীত হয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.