সুবিধাবঞ্চিত মানুষের প্রতি জরুরী পদক্ষেপের অংশ হিসেবে সম্প্রতি সিলেট অঞ্চলের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন। এমটিবি ফাউন্ডেশন সিলেট শাখার সমন্বয়ে ১ হাজার পরিবারকে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে।
সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে যার ফলে বন্যাকবলিত বাসিন্দাদের জন্য ব্যাপক বিপর্যয় ও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এমটিবি ফাউন্ডেশন মনে করে, এই সময়োাপযোগী হস্তক্ষেপ সিলেটের বন্যা কবলিত মানুষের জীবনে উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে।
এমটিবি ফাউন্ডেশনের সিলেট শাখার অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলেটের এমটিবি লালদীঘিরপাড় শাখার শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন খান ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.