বিকেলে হাসপাতল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিকেল ৫টার পর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২২ জুন রাত সাড়ে ৩টায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাঠে সরব রয়েছে বিএনপি। শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই- দেশনেত্রীকে মুক্ত করুন। অন্যথায় আপনাদের (সরকার) যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এ দেশের মানুষ কখনই তাকে (খালেদা জিয়া) এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না। এটা আপনাদের মনে রাখতে হবে।’

দলটির পক্ষ থেকে ১ জুলাই মহানগরগুলোতে সমাবেশের ডাক দেওয়া হয়। এ ছাড়া, ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশের আয়োজন করার কথাও জানায় তারা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.