চলতি গ্রীষ্মে দুবাই ভ্রমণকারী বা দুবাইয়ে স্টপওভারকারী এমিরেটস যাত্রীরা বিনামূল্যে বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে থাকার সুবিধা পাবেন। দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পাঁচ তারকা হোটেল ‘জে ডব্লিউ ম্যারিয়ট মাকোয়েজ হোটেল’ এ থাকার সুযোগ পাবেন এমিরেটস যাত্রীরা।
১-২১ জুলাই এমিরেটসের যেকোন শ্রেণীতে রিটার্ণ টিকিট ক্রয় করলেই সুযোগটি পাওয়া যাবে।
প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীদের জন্য দুই রাত এবং প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেণীর যাত্রীদের এক রাতের জন্য এই সুবিধা দেওয়া হবে। ৪ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে যাত্রীদের ভ্রমণ করতে হবে এবং স্টপওভার যাত্রীদের ন্যুনতম ২৪ ঘন্টা দুবাইয়ে অবস্থান করতে হবে।
বিশ্বের অন্যতম বিলাসবহুল জে ডব্লিউ ম্যারিয়ট মাকোয়েজ হোটেলের অন্যতম বিশিষ্ট্য হলো ৩৫৫ মিটার উচ্চতায় অবস্থিত দুটি আইকনিক টাওয়ার, যেখান থেকে গ্রাহকরা দুবাইয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। হোটেলটিতে বিভিন্ন রুচির গ্রাহকদের প্রয়োজন মেটাতে ১২টির বেশি রেস্টুরেন্ট, বার এবং ডিনার লাউঞ্জ রয়েছে। তুরস্কের ঐতিহ্যবাহী হাম্মাম, ইউএই’র একমাত্র ডেড সী ফ্লোটেশন পুল, ১৭টি ট্রিটমেন্ট রুম, স্টেট অফ দা আর্ট হেলথ ক্লাবসহ অন্যান্য ফিটনেস সুবিধার জন্য অবকাশ যাপনকারীদের কাছে হোটেলটি অত্যন্ত জনপ্রিয়।
চলতি গ্রীষ্ম মৌসুমে যাত্রীরা ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে দুবাই এবং ইউএইতে বিভিন্ন আকর্ষণীয় মূল্যছাড় সুবিধা পেতে পারেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর বোর্ডিং পাস এবং যেকোন বৈধ পরিচয়পত্র। দুবাইয়ের সর্বাধিক আকর্ষণীয় স্থানগুলোতে প্রবেশের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে এই পাস ব্যবহার করে।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ সদস্যরা এয়ারলাইনটির বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার প্রতিষ্ঠান যেমন হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংক এর সেবা নিয়ে মাইল বা পয়েন্ট অর্জন করার সুযোগ পাবেন। পরবর্তীতে এই মাইল ব্যবহার করে বিনামূল্যে এয়ার টিকিট, আপগ্রেড সুবিধা, কনসার্ট ও স্পোর্টস টিকিটসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.