দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে (২৩ জুন-২৭ জুন) কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০১ টাকা ৯০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিথুন নিটিংয়ের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৩৪ শতাংশ। আর শেয়ারের দাম ১০ দশমিক ৪৯ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে সিলভা ফার্মা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শ্যামপুর সুগার মিলসের ৯.১৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৬৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.৪৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৩২ শতাংশ, এসকে ট্রিমসের ৬.৫৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৬.৪৭ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৬.৩৯ শতাংশ শেয়ার দর কমেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.