ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ‘অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান’ শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সচিব মো. আবদুর রহমান খান আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এর হাতে সম্মাননাপত্র তুলে দেন।
পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও আইসিবি’র মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এ চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি সহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং আইসিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.