এসআইবিপিএলসি’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র (এসআইবিপিএলসি) এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শাখার উদ্যোগে বুধবার (২৬ জুন) সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান। এছাড়াও ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মিরপুর শাখার ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, শাখার গ্রাহকরা ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সকল গ্রাহককে এসআইবিপিএলসির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি, যেটা অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, গ্রাহকবান্ধব নতুন নতুন সেবাপণ্য চালু করছি যা ইতোমধ্যেই গ্রাহকমহলে সাড়া ফেলেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.