দেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার যে তহবিল করেছিলো, তা থেকে গাড়ল (ভারতীয় জাতের ভেড়া) পালন করতেও ঋণ পাওয়া যাবে। অন্যান্য খাতের মতো ৪ শতাংশ সুদে মিলবে এই ঋণ।
বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন স্কিমটির চাহিদা রয়েছে। ফলে স্কিমটির আওতায় ব্যাংকের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
আরও বলা হয়, এই স্কিমের আওতায় যাতে করে অধিক সংখ্যক প্রকৃত চাষি বা খামারি উপকৃত হয় সে লক্ষ্যে নতুন করে ‘কন্দাল ফসল চাষ’ এবং ‘ছাগল, ভেড়া, গাড়ল পালন’ খাত অন্তর্ভুক্ত করা হলো।
এক্ষেত্রে স্কিমের আওতায় ঋণ বিতরণের পুঞ্জীভূত মাসিক বিবরণী পরবর্তী মাসের সাত কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি, যা অবিলম্বে কার্যকর হবে।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.