বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি অডিও ও ভিডিও কলে পরামর্শ পাবে এনআরবি ইসলামিক লাইফের গ্রাহক ও কর্মীরা। এমন এক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইম্পেরিয়াল প্রাইভেট হেল্থ কেয়ার (বিডি) লিমিটেড।
এনআরবি ইসলামিক লাইফের প্রধান কার্যালয়ে বুধবার (২৬ জুন) ২ প্রতিষ্ঠান টেলিমেডি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে, এখন থেকে ঘরে বসে এনআরবি ইসলামিক লাইফের সকল গ্রাহক, কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবার দিনরাত ২৪ ঘন্টার যে কোনো সময় বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি অডিও ও ভিডিও কলে পরামর্শ ও প্রেসক্রিপশন গ্রহণ করতে পারবেন। সেই সঙ্গে আরও পাবেন মেডিসিন হোম ডেলিভারি ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সুবিধা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফের পক্ষে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত); হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ); সৈয়দ আব্দুল আজিজ, কোম্পানি সচিব; বিভাগীয় প্রধান- মানবসম্পদ ও আইন; মো. মাহমুদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান; এস.এম. মোরসেলিম, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ও শাহীন আখতার, ভাইস প্রেসিডেন্ট (সংস্থাপন ও আইন) এবং ইম্পেরিয়াল প্রাইভেট হেল্থের পক্ষে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও; মেহেদী হাসান চৌধুরী, জেনারেল ম্যানেজার; মো. আরিফ হাসান, এজিএম- ফাইন্যান্স এন্ড অপারেশন ও জেমি আক্তার, ম্যানেজার (মার্কেটিং)।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.