বুধবার রাতে ইউরো ফুটবল টুর্নামেন্টে তুরস্ক বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ চলার সময় জার্মানির স্টুটগার্টে দর্শকদের মধ্যে ঝগড়ায় তিনজন আহত হন৷ এই ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে৷
হামবুর্গে অনুষ্ঠিত ম্যাচটি স্টুটগার্টের শ্লসপ্লাৎস এলাকায় বড় পর্দায় দেখানো হচ্ছিল৷ সেখানে একসঙ্গে ৩০ হাজার দর্শক সেখানে খেলা দেখতে পারেন৷
পুলিশ বলছে, বিবাদের সময় চাকু ব্যবহার করা হয়েছে৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে তাদের আঘাত মারাত্মক নয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন৷
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে তুরস্ক৷ সেখানে তারা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে৷ তুরস্কের হয়ে গোল দুটি করেন হাকান চালহানলু (৫১ মিনিটে) ও জেঙ্ক টসুন (৯৪ মিনিটে)৷ আর চেক প্রজাতন্ত্রের গোলটি করেন টোমাস সৌচেক (৬৬ মিনিটে)৷
খেলার ২০ মিনিটের সময় চেক প্রজাতন্ত্রের বারাককে লাল কার্ড দেখানো হয়৷ ইউরোর ইতিহাসে এটিই সবচেয়ে আগে দেখানো লাল কার্ড৷ সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, এএফপি
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.