৪ কয়েদি পালানোর ঘটনায় বরখাস্ত ৩ কারারক্ষী

বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা শুনেছেন। এটি তার বিষয় নয়। এটি কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।

গত মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাতে জেলা কারাগারের জাফলং কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান চার আসামি। পরে তাদেরকে চেলোপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.