সিগমা লিফটের নতুন মডেল উদ্বোধন

দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান ”সিগমা” বাংলাদেশে তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর খান ব্রাদার্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ”খান ব্রাদার্স ইক্যু-বিল্ড লিঃ” এর হাত ধরে গত ২৫ শে জুন সিগমা তাদের নতুন মডেল উন্মোচন করে। ঢাকা ক্লাবে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এছাড়াও বিশেষ অথিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়োং সিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশিদ, কেবিসিসিআই (কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) এর প্রেসিডেন্ট শাহাব উদ্দিন খান, সিগমা গ্লোবাল হেড নিকোলাস লোপাজ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ডেভেলপারস কোম্পানী, ইঞ্জিনিয়ারস ও সম্মানিত গ্রাহকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোরিয়ান সিগমা কোম্পানি উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ACRA ™ 2.00 এবং SOLON® 2.00 নামে নতুন দুইটি মডেলের লিফট তাদের ভোক্তাদের নিকট পরিচয় করিয়ে দেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.