রাজধানীর উত্তরা মডেল টাউনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবিপিএলসি) স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জুন) ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে স্থানান্তরোত্তর শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। নতুন পরিসরে স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের সবচেয়ে আধুনিক ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. আবদুল্লাহ্ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন উত্তরা মডেল টাউন শাখার ব্যবস্থাপক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম আবু জাফর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.