র্যানকন কার হাব লিমিটেড থেকে রিকন্ডিশনড গাড়ী কিনতে ঋণ দিবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ লক্ষে এক চুক্তি স্বাক্ষর করে ইবিএল ও র্যানকন।
চুক্তির অধীনে, র্যানকন থেকে রিকন্ডিশনড গাড়ী কেনার ক্ষেত্রে ক্রেতাদের আকর্ষণীয় শর্তে ঋণ দিবে ইস্টার্ন ব্যাংক।
ইবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই প্রদান এম. খোরশেদ আনোয়ার এবং র্যানকনের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী চুক্তিটি স্বাক্ষর করেন।
অন্যান্যদের মধ্যে ইবিএল’র হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন এবং র্যানকনের ব্যবস্থাপক-সেলস অপারেশন মো. ওবায়দুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.