ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ১০টি শিশু একটি অথবা দুটি পা হারিয়ে পঙ্গু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া।
আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই হিসাবের মধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দেয়া তথ্য যোগ করা হয়নি। ইউনিসেফের তথ্যে বলা হয়েছে, ইসরাইলি বর্বর আগ্রাসনে বহু শিশু তাদের হাত অথবা বাহু হারিয়েছে।
গত ৭ আগস্ট থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে এবং এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্রিটিশ সংস্থা ‘সেইভ দা চিলড্রেন’ বলছে, চলমান এ যুদ্ধে গাজার ২১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজ এসব ব্যক্তির মধ্যে অনেকেই বিধ্বস্ত ঘরবাড়ির নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেককে হত্যা করে গোপনে মাটি চাপা দেয়া হয়েছে অথবা কাউকে কাউকে তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
ফিলিপ লাজ্জারিনি গতকালের সংবাদ ব্রিফিংয়ে গাজায় মানবিক সংকট আরো জোরদার হওয়ার বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করেন। বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ত্রাণ সরবরাহের যে অবনতি ঘটেছে সে কথা তুলে ধরেন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.