পাঁচ কোম্পানির ঋণমান প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি ঋণমান (Credit Rating) প্রকাশ করেছে। এর তিনটি ব্যাংক খাতের কোম্পানি, একটি বীমা খাতের এবং অপরটি সিমেন্ট খাতের। কোম্পানি পাঁচটি  হচ্ছে- প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স।

তিনটি প্রতিষ্ঠানেরই ঋণমান নিরুপণ করেছে ক্রেডিট রেটিং কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টির মধ্যে প্রাইম ব্যাংকের স্বল্প মেয়াদে ঋণমান এসটি-১ এবং দীর্ঘ মেয়াদে এএ১। পূর্বাভাস-স্থিতিশীল।

ব্যাংক এশিয়ার স্বল্প মেয়াদে ঋণমান এসটি-১ ও দীর্ঘ মেয়াদে এএ১।

স্বল্প মেয়াদে ট্রাস্ট ব্যাংকের ঋণমান এসটি-১ ও দীর্ঘ মেয়াদে এএ১।

কনফিডেন্স সিমেন্টের স্বল্প মেয়াদে ঋণমান এসটি-২ ও দীর্ঘ মেয়াদে এএ৩।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.