সম্প্রতি প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দরে একটি বিলাসবহুল লাউঞ্জ উদ্বোধন করেছে এমিরেটস। ৯২৫ বর্গমিটার আয়তনের এই লাউঞ্জটিতে এয়ারলাইনটির প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রী এবং এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যরা সেবা পাবেন।
গ্রাহকদের অসাধারণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, আরাম ও সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিলাসবহুল এই লাউঞ্জটি নির্মানে এমিরেটস প্রায় ৩.৫ মিলিয়ন ইউএই দিরহাম ব্যয় করেছে।
প্যারিস শার্ল দ্য গোল বিমানবন্দরের ২সি টার্মিনালে অবস্থিত লাউঞ্জে এক সঙ্গে ১৬৫ জন গ্রাহককে আতিথেয়তা প্রদান করা সম্ভব হবে। আধুনিক ডিজাইনে সজ্জিত লাউঞ্জে আরামদায়ক সোফা ও চেয়ার, উন্নত শাওয়ার সুবিধা, বিখ্যাত ব্র্যান্ড ভয়া’র বিভিন্ন পন্যের সাথে ফ্রি ওয়াইফাই সেবা পাবেন অতিথিরা। সুবিধাজনক অবস্থানে থাকার ফলে গ্রাহকরা বিমানবন্দর রানওয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।
লাউঞ্জে অতিথিদের উন্নত রুচিসম্মত খাবার ও পানীয় সরবরাহ করা হবে। খাবার জন্য বিশেষ সিটিং এরেঞ্জমেন্টের পাশাপাশি নির্বিঘ্নে সময় কাটানোর জন্য আলাদা স্থান রাখা হয়েছে।
সারাবিশ্বে বর্তমানে এমিরেটসের ৩৯টি বিমানবন্দর লাউঞ্জ চালু রয়েছে, যার মধ্যে ৭টি দুবাইয়ে এবং ৩২টি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে অবস্থিত।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.