নগদ লভ্যাংশ পাঠিয়ে ‘এ’ ক্যাটাগরিতে রবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৩ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

আগামী বুধবার (২৬ জুন) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এর আগে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.