কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রতে হোঁচট খেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। বেশ কিছু আক্রমণ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭৪ শতাংশ বলের দখল রেখেছে ব্রাজিল, কোস্টারিকার বক্সে ৫০ বারের বেশি বল স্পর্শ করেছে তারা, গোল লক্ষ্য করে শট নিয়েছে ১৯টি। তবে সব আক্রমণ রুখে দেন কোস্টারিকা গোলরক্ষক।
মঙ্গলবার (২৫ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে পুরোটা সময় রাজত্ব করেছে ব্রাজিল। ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। তবে ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ।
বিরতির পরও ব্রাজিলের আক্রমণ অব্যাহত ছিল। ৬৩ মিনিটে লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করে পোস্টে। তার আগে গুইলের্মে আরানার দুর্দান্ত স্ট্রাইক দারুণ দক্ষতায় সেভ করে ব্যবধানে হেরফের হতে দেননি কোস্টারিকার গোলকিপার প্যাটট্রিক সেকুইরা।
জয়ের খোঁজে ৭০ মিনিটে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তরুণ প্রজন্মের সাভিও, এন্দ্রিককে মাঠে নামিয়েছিলেন। লাভ হয়নি তাতে। শেষ ১০ মিনিটে পাকেতা দুবার শট নিলেও সেটা ছিল লক্ষ্যের বাইরে। তাতে দ্বিতীয়ার্ধেও ৯বারের চ্যাম্পিয়নরা হতাশায় কাটিয়েছে।
শেষ পর্যন্ত কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ব্রাজিল। এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে ব্রাজিল। প্রথম ম্যাচেই জয় তুলে ৩ পয়েন্টে নিয়ে শীর্ষে অবস্থান করেছে কলম্বিয়া। ১ পয়েন্ট নিয়ে কোস্টারিকা তিনে ও কোনো পয়েন্ট ছাড়াই চারে অবস্থান প্যারাগুয়ের।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.