বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলা না খেলা সবটাই নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ওপর। এই ম্যাচের আগে নানা সমীকরণ মাথায় রাখতে হচ্ছে টাইগারদের। এমন ম্যাচে আফগানদের বিপক্ষে অতীত পরিসংখ্যানই অনুপ্রেরণা বাংলাদেশের।
টাইগারদের সহকারী কোচ নিক পোথাস গণমাধ্যমকে বলেছেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইট। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতেই সেই লক্ষ্য পেরিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচে হারলেও বাংলাদেশের সেমি ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে আছে। এই কোচ আরও বলেন, ‘মানুষের আশা অনেক বেশি থাকে। আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন। তারা যা করেছে তাও কম নয়। দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি। বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। তবে একটা ব্যাপার নিশ্চিত পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। পাওয়ার প্রয়োজন।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.