রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অন্তত ৩ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে ৫২ জন। নিবার (২২ জুন) একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।
হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার গাইডেড বোমা হামলার মোকাবিলায় অস্ত্র সহযোগিতা চেয়েছেন। খবর রয়টার্স।
হামলার ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাঁচ তলা একটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানালাগুলো ভেঙে গেছে, বারান্দা তছনছ হয়ে হয়ে আছে।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের প্রসিকিউটর নিহতের সংখ্যা ৩ ও আহত ৫২ জন। আহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, গাইডেড বোমা ব্যবহার করে রাশিয়া যে ত্রাস চালাচ্ছে তা অবশ্যই থামাতে হবে এবং তা থামানো সম্ভব। আমাদের অংশীদারদের কাছ থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, শুধু জুন মাসে রাশিয়ার সেনাবাহিনী প্রায় ২ হাজার ৪০০টির বেশি গাইডেড বোমা ব্যবহার করেছে। খারকিভকে লক্ষ্য করে এমন বোমা ফেলা হয়েছে প্রায় ৭০০টি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.