শান্তর একাধিক সিদ্ধান্তে বিস্মিত তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য ব্যাটিং বান্ধব উইকেটে টসে জিতে বাংলাদেশের আগে বোলিংয়ের সিদ্ধান্তই ছিল বিস্ময়জাগানিয়া। শান্তর এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন তামিম ইকবালও।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় তামিম বলেছেন, ‘যখন দেখবেন আপনার ব্যাটাররা রান করছে, আপনি তখন ১৬০-১৭০ রান তাড়া করতে আত্মবিশ্বাসী হবেন। যখন কিনা আপনি জানেন আপনার ব্যাটাররা ধুঁকছে। আমার কাছে তখন অবাক লাগে আগে বোলিং নিতে দেখে। তাদের কিছু সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে। আমি খুবই অবাক হয়েছি তাসকিন খেলেনি দেখে। দুই ওপেনারই বেশ কিছু রান করে ফেলেছিলো। একটা সময় তানজিম সাকিব দুই উইকেট নিল। তাসকিন যদি থাকত তাহলে বাড়তি চাপ দেওয়া যেত। আরও আক্রমণ করা যেত ভারতকে। আমরা জানি শিভম দুবে শর্ট বলের বিপক্ষে দুর্বল। তাসকিনের এই গতি ছিল তাকে থামানোর।’

রোহিত বরাবরই বাঁহাতি বোলারদের বিপক্ষে নড়বড়ে। বাংলাদেশেরও এই সুযোগ নেয়া দরকার ছিল। তামিম বলেছেন, ‘সবাই জানে বাঁহাতি পেসারের বিপক্ষে রোহিত শর্মার দুর্বলতা আছে। বাঁহাতি বোলার পেলে তার মাথায় এটা কাজ করতে পারত। বাংলাদেশ বাঁহাতি পেসার দিয়ে আক্রমণ শুরু করতে পারত। তানজিম আগের ম্যাচে নতুন বলে ভাল করেছে। আজ তাকে শুরুতে আনা হয়নি। কেউ ভালো করার পরও সব কিছু বদলে ফেলা হলো কেন?’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.