লেবাননকে গাজায় পরিণত করা উচিত হবে না: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননে ইসরাইল আগ্রাসন চালালে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়া দেখতে চায় না, এমন যুদ্ধের ভার তাদের পক্ষে বহন করা সম্ভব নয়।

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইসরাইলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা, সেটি বাস্তব। এ সময় তিনি ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ এবং বাকযুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন।

অ্যান্তনিও গুতেরেস বলেন, ব্লু লাইন বরাবর ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমি আজ বাধ্য হচ্ছি। বেড়েচলা গুলি বিনিময় এবং দুপক্ষের বাগযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হওয়া বাস্তবিকই সম্ভব যা অবশ্যই এড়িয়ে যেতে হবে। ভুল হিসাবনিকাশ এমন একটি বিপর্যয় ঘটাতে পারে যা সীমান্তের বাইরে এবং কল্পনারও বাইরে।

এ অবস্থায় দু পক্ষকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া সদস্য ১৭০১ নম্বর প্রস্তাব পুনরায় বাস্তবায়নে উদযোগী হতে হবে এবং দ্বন্দ্ব সংঘাত বাদ দিতে হবে। এ অঞ্চলের বেসামরিক লোকজনকে অবশ্যই রক্ষা করতে হবে। কোনো যুদ্ধে শিশু, সাংবাদিক এবং চিকিৎসা কর্মীদেরকে লক্ষ্যবস্তুতিতে পরিণত করা একেবারেই উচিত নয়। সারা বিশ্বকে এখানে যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করতে হবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.