কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় আর্জেন্টিনার দারুণ শুরু

গোলশূন্য প্রথমার্ধের হতাশা ঝেড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের তোড় বাড়াল আর্জেন্টিনা। বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার মাঝে জাল খুঁজে নিলেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। কানাডাকে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকায় শুভ সূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আটলান্টায় ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪৯তম মিনিটে আলভারেজের লক্ষ্যভেদের পর ৮৮তম মিনিটে জাল কাঁপান লাউতারো।

মাঠে নামতেই একটি রেকর্ড হয়ে যায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম‍্যাচ খেলার রেকর্ড গড়েন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে এই উপলক্ষ গোল দিয়ে রাঙাতে পারেননি তিনি। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। এটি ছিল কোপা আমেরিকায় মেসির ৩৫তম ম্যাচ। তিনি ছাড়িয়ে গেছেন চিলির প্রয়াত গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের ৩৪ ম্যাচ খেলার কীর্তি।

গোল না পেলেও মাঠে ছিল মেসির সরব উপস্থিতি। রেকর্ড আটবারের ব্যালন দি’অর জয়ী তারকা সব মিলিয়ে পাঁচটি সুযোগ তৈরি করেন। আলভারেজের গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর লাউতারোর গোলে অ্যাসিস্ট করেন তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.