চাঙ্গা বাজারের উত্তাপ লেগেছে মূল্য বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে। বৃহস্পতিবার (২০ জুন) এসব কোম্পানির শেয়ারের দাম ৭ শতাংশ থেকে প্রায় ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে আজ।
আজ ডিএসইতে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সবার শীর্ষে ছিল লিন্ডে বিডি। এদিন কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪৩.০৪ শতাংশ। শেয়ারটির দাম ৪২৪ টাকা বেড়ে ১ হাজার ৪০৯ টাকা ৪০ পয়সায় ওঠেছে। এদিন শেয়ারটির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৬০০ টাকা, আর সর্বনিম্ন দাম ছিল এক হাজার ১৩ টাকা।
গতকাল সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের আয়ের বিপরীতে ১৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। এটি কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ লভ্যাংশের ঘোষণা। যদিও কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে, তবু রেকর্ড লভ্যাংশ ঘোষণার প্রভাব পড়েছে এর শেয়ারের দামে। লভ্যাংশ ঘোষণার কারণে আজ শেয়ারটির উপর কোনো সার্কিটব্রেকার ছিল না।
মূল্য বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। বাজারে এদিন শেয়ারটির সর্বোচ্চ দাম ছিল ২৫৭ টাকা ৩০ পয়সা, সর্বনিম্ন দাম ২৩৮ টাকা ২০ পয়সা।
মূল্যবৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। বাজারে এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৮৪ টাকা ৯০ পয়সা, সর্বনিম্ন দাম ৪৪৭টাকা ৫০ পয়সা।
তালিকার বাকী কোম্পানিগুলো হচ্ছে- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (৮.৭৩%), জেমিনি সি ফুড (৮.৫৭%), এপেক্স ফুডস (৮.২৫%), মনোস্পুল পেপার (৭.৯৮%), মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ (৭.৫০), লিবরা ইনফিউশন (৭.৫০%) ও রেনাটা (৭.৪৮%)।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.