সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে প্রায় সব খাতের শেয়ারেই লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ২০ কোম্পানির তালিকায়ও বিশেষ কোনো খাতের আধিপত্য ছিল না। অন্যদিকে তালিকায় কয়েকটি জাংক কোম্পানির পাশাপাশি কয়েকটি বহুজাতিক কোম্পানিও জায়গা করে নেয়।
ডিএসইতে আজ (২০ জুন) লেনদেনে সবার উপরে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এদিন বাজারে কোম্পানিটির ১৪ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। বিক্রিত শেয়ারের সংখ্যা ২৬ লাখ ২৬ হাজার।
এদিন ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থানে ওঠে আসে লিন্ডে বাংলাদেশ। ডিএসইতে কোম্পানিটির ১ লাখ ৯ হাজার শেয়ার কেনাবেচা হয়। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ১০ লাখ টাকা।
লেনদেনে পরের তিনটি অবস্থানে ছিল বিচ হ্যাচারি, রূপালি লাইফ ও ফারইস্ট নিটিং। কোম্পানি তিনটির লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ১৩ কোটি ১৮ লাখ টাকা, ১৩ কোটি ৮ লাখ টাকা ও ১১ কোটি ১ লাখ টাকা।
সপ্তম থেকে দশম স্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন স্যু ও তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম।
শীর্ষ বিশে থাকা বাকী কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক মিউচুয়াল ফান্ড. জেমিনি সি ফুড, বিএটিবি, আইটিসি, সেন্ট্রাল ফার্মা,ইজেনারেশন, কোহিনুর কেমিক্যাল ও গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।