হামিদ উল্লাহ্ ভূঁঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিবি

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক ড. মোঃ হামিদ উল্লাহ্ ভূঁঞার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

বুধবার (১৯ জুন) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে আইসিবি।

এতে বলা হয়, হামিদ উল্লাহ্ ভূঁঞার মৃত্যুতে আইসিবি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ছিলেন ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা।

গত সোমবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.