পরিবেশবান্ধব প্রজেক্টে অর্থায়নের জন্য পুরস্কার পেল আইপিডিসি ফাইন্যান্স

পরিবেশবান্ধব প্রজেক্টে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের পুরস্কার পেল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও কনসেপ্ট নিটিং লিমিটেড। এসআরইইউপি স্কিমের আওতায় আইপিডিসির দেওয়া লোনে আরএমজি খাতের প্রতিষ্ঠান কনসেপ্ট নিটিং লিমিটেডের বায়োলজিক্যাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের জন্য যৌথভাবে প্রতিষ্ঠান দুটিকে এ পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসআরইইউপি প্রজেক্টের অধীনে পরিবেশবান্ধব প্রজেক্ট সফলভাবে সম্পাদনের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও আরএমজি সেক্টরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে স্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই আয়োজনেই আইপিডিসির পুরস্কারটি ঘোষণা করা হয়।

এসআরইইউপি প্রজেক্ট হলো বাংলাদেশ ব্যাংকের (এএফডি, ইইউ এবং কেএফডব্লিউ-এর সহযোগিতায়) একটি উদ্যোগ যার মাধ্যমে আরএমজি সেক্টরে সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নকে উৎসাহিত করা হয়।

কোম্পানিটি জানায়, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি গ্রিন ফাইন্যান্সিং বিষয়ে এবং বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প ব্যয়ে ফান্ড সংগ্রহ নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে থাকে। এরই আলোকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. আরএমজি খাতের গ্রাহক প্রতিষ্ঠান কনসেপ্ট নিটিং লিমিটেড-এর বায়োলজিকাল ইটিপি নির্মাণের জন্য অর্থায়ন করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এসআরইইউপি-এর অনুমোদনের জন্য আবেদন করে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি-কে প্রজেক্টের সঙ্গী হিসেবে বেছে নেওয়ায় গ্রাহক প্রতিষ্ঠানকে আইপিডিসি ধন্যবাদ জানায়।

আরও জানা যায়, প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আইপিডিসি ও কনসেপ্ট নিটিং লিমিটেডকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। আইপিডিসি ফাইন্যান্সয়ের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, কনসেপ্ট নিটিংয়ের পরিচালক ফাহিমা আক্তার সহ উভয় প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত হন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদ, পরিচালক এবং প্রকল্প পরিচালক (এসআরইইউপি) মনি শংকর কুণ্ড, অতিরিক্ত পরিচালক (এসআরইইউপি) ইস্মেত ক্বয়েস বাংলাদেশ ব্যাংক, এএফডি, কেএফডাব্লিউ, ইইউ ও অন্যন্য আরও কিছু সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.