মাঝরাতের পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র-হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া কিয়েভ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মধ্যরাতের পর বিমান হামলার অ্যালার্মও বেজেছে।
দেশটির সেনা জানিয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রাশিয়ার আক্রমণ প্রতিহত করা হচ্ছে। তবে তারা এই বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।
বার্তাসংস্থা এপি এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, আমেরিকা ইউক্রেনকে আরেকটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেবে। প্রেসিডেন্ট জো বাইডেন প্যাট্রিয়ট সিস্টেমের বিষয়টি অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের হাতে দ্বিতীয় প্যাট্রিয়ট সিস্টেম তুলে দেবে আমেরিকা। এই সিস্টেম পোল্যান্ড থেকে যাবে। তারপর সেই সিস্টেম চালু করতে কয়েকদিন সময় লাগবে।
এই সিস্টেমের জন্য পেন্টাগন কিয়েভকে ক্ষেপণাস্ত্রও দিচ্ছে। তবে তার সংখ্যা জানানো হয়নি।
গত মাসে জেলেনস্কি প্যাট্রিয়ট চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ইউক্রেনে প্রতিমাসে তিন হাজার বোমা ফেলে রাশিয়া। তার মোকাবিলায় এই সিস্টেম ইউক্রেনের দরকার।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ঘোষণা করেছেন, তারা একশটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল ইউক্রেনকে দেবে। এটা ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ের যৌথ প্রচেষ্টার ফসল। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.