ইসরাইল যদি লেবাননের ওপর সামরিক আগ্রাসনের চেষ্টা করে তাহলে তাদেরকে বিরাট বিস্ময়ের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম।
শেখ নাঈম কাসেম বলেন, গাজা আগ্রাসনের শুরু থেকে এই পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে ইসরাইল যে সব বিস্ময় দেখেছে তার চেয়ে অনেক বড় বিস্ময় দেখবে যদি তারা লেবাননের ওপর আগ্রাসন চালায়। গাজার সমর্থনে হিজবুল্লাহ যোদ্ধারা এরইমধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। হিজবুল্লাহ লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতার একটি অংশের প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, ইহুদিবাদীদের জন্য হিজবুল্লাহর হাতে মহা বিস্ময় অপেক্ষা করছে। শত্রু সময় নিয়ে বাজি ধরতে পারে না; কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে। এটি এমন এক যুদ্ধ যা থেকে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হব। প্রতিরোধ অক্ষের অসামান্য ক্ষমতা একে সংগ্রামের নিয়ন্ত্রণ নিতে এবং নতুন সমীকরণ স্থাপন করতে সক্ষম করেছে। হিজবুল্লাহ বড় আকারের যুদ্ধ চায় না, তবে শত্রুরা যদি নতুন যুদ্ধ শুরু করতে চায় আমরা জবাব দিতে দ্বিধা করব না। বিষয়টি ইসরাইলিরা ভালো করেই জানে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.