ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হেরে গেছে পাকিস্তান। নিউইয়র্কের মাঠে এমন হারে হতাশ বাবর আজম। ১১৯ রান তাড়ায় পাকিস্তানের শেষ ৬ ওভারে দরকার ছিল ৪০ রান, হাতে ছিল ৭ উইকেট। সেই ম্যাচটিই শেষ পর্যন্ত দলটি হেরেছে ৬ রানে। এই হারের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের ঘণ্টাও বাজতে শুরু করেছে।
পাকিস্তানের অধিনায়ক বাবর বলেন, ‘আমার মনে হয় প্রথম দশ ওভারের পর ওরা (ভারত) ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল ১২০, প্রথম দশ ওভারে বলপ্রতি রান নিয়েছি। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়েছি, বেশ কিছু ডট বল হয়েছে। কৌশলটা একদম সরলই ছিল। স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা, ওভারে ৫-৬ রান আর মাঝেমধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল দিয়েছি। এতে চাপ বেড়েছে। আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি।’
বাবর অবশ্য পাওয়ারপ্লে’তে ব্যাটারদের অমন ব্যর্থতার দায়ও দেখছেন। মোহাম্মদ রিজওয়ান এবং তিনি মিলে উদ্বোধনী জুটি ৪.৪ ওভারে তোলে ২৬ রান। আর পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল এক উইকেটে ৩৫ রান।
বাবর আরও বলেন, ‘আমরা প্রথম ছয় ওভারেও যথেষ্ট ভালো খেলিনি। লক্ষ্য ছিল ৪০-৪৫ রান তোলা। কিন্তু সেটা করতে পারিনি। শেষ মুহূর্তে টেলএন্ডারদের কাছ থেকে তো খুব বেশি আশা করা যায় না।’
যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও হারল পাকিস্তান। টানা দুই হারে দলটির বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে এখনই। এই দুই দলেরই দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে আছে। যেখানে পাকিস্তানের কোনও পয়েন্ট নেই। পাকিস্তান শেষ দুটি ম্যাচে জেতার পাশাপাশি অন্য দলের ম্যাচেও তাকিয়ে থাকতে হবে।
বাবরও অপেক্ষা করছেন ভারত এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী দুটি ম্যাচে পরাজয়ের। এ ছাড়া নিজেদের শেষ দুই ম্যাচও জিততে চান তিনি, ‘এখন শেষ দুই ম্যাচ জিততেই হবে। আমরা বসে ভুলগুলো নিয়ে কথা বলব। দেখা যাক, শেষ দুই ম্যাচে কী হয়।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.