বন্যা ও জলাবদ্ধতার মধ্যে ভারী বৃষ্টিতে সিলেট নগরীর চামেলিবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়া স্বামী-স্ত্রী এবং তাদের দুই বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। মাটিচাপা পড়ার প্রায় ৭ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়ারা হলেন- চামেলীবাগ এলাকার ২নং রোডের ৮৯নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান তানি।
এর আগে সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় কয়েকটি আধাপাকা বসতঘরের ওপর টিলার মাটি ধসে পড়ে। এ ঘটনায় মাটি চাপা পড়েন দুই পরিবারের সাত জন। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম শুরু করে।
সিসিকের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘ধসে পড়া বাড়িতে দুটি পরিবার থাকতো। টিলা ধসে চাপা পড়া ঘরের নিচে দুই পরিবারের সাত জন আটকে পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং আমরা এসে এক পরিবারের চার জনকে উদ্ধার করেছি। আরেক পরিবারের তিন জন এখনও মাটির নিচে আছে। বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।’
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃষ্টির কারণে টিলা ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে। মাটি চাপা পড়া তিনজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তিনজনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.