ইসরাইলের সাথে যুদ্ধবিরতির চুক্তি অবশ্যই স্থায়ী হতে হবে এবং শত্রু সেনাদেরকে গাজা উপত্যকা থেকে ফেরত নিতে হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা গাজী হামাদ।
হামাসের পলিটিব্যুরোর এ সদস্য বলেন, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে দখলদার সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় হামাস। হামাসের মৌলিক দাবিগুলো পূরণ হলে ইসরাইলের সাথে পরোক্ষ আলোচনা আবার শুরু হতে পারে বলেও তিনি জানান।
গাজী হামাদ বলেন, আমরা মধ্যস্থতাকারীদের জানাতে চাই, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের বিষয়ে মৌলিক দাবি পূরণ হলে আমরা আলোচনায় ফিরব।
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, তার প্রশাসন ও ইসরাইল যৌথভাবে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তৈরি করেছে। যুদ্ধবিরতির এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণ ও হামাসের জন্য অনুকূল হবে। তবে হামাস কর্মকর্তারা বলছেন, তারা এখন পর্যন্ত এমন কোন শক্ত প্রস্তাব পাননি যার ভিত্তিতে ইসরাইলের সাথে একটি টেকসই যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.