নেতানিয়াহুর মন্ত্রিসভার ২ সদস্য ও গাজা ডিভিশনের প্রধানের পদত্যাগ

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্তজ এবং গাদি আইজেনকোট। এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার ও গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড পদত্যাগ করেছেন।

পদত্যাগ করার পর বেনি গান্তজ বলেন, ৭ অক্টোবরের ভয়াবহ ক্ষতির পর আমি জরুরি মন্ত্রিসভায় যোগ দিয়ে গর্বিত ছিলাম। কিন্তু যুদ্ধের আট মাস পর এখন আমাদেরকে সামনে তাকাতে হবে। নেতানিয়াহু জানেন তার কী করা উচিত এবং তাকে অবশ্যই তা করতে হবে।

একই সাথে বেনি গান্তজ ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সাহসী হোন এবং যেটি সঠিক, সেটিই করুন। আমরা ঐক্য সরকার থেকে ভারাক্রান্ত হৃদয়ে সরে যাচ্ছি।

বেনি গান্তজ ইয়োভ গ্যালান্টকে হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নতুন নির্বাচন দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং নেতানিয়াহু কোনোভাবেই ইসরাইলের জনগণকে ছিন্নভিন্ন করতে পারেন না।

এদিকে বেনি গান্তজের মতো আইজেনকোটও পদত্যাগপত্রে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। পরে তার কাছেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইজেনকোট বলেন, আলোচনায় বাইরের দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। অতএব, আমাদের সরকার ছাড়ার সময় এসেছে।

এ ছাড়া, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলের ভেতরে হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইতিহাসের নজিরবিহীন অভিযান ঠেকাতে ব্যর্থতা দায় নিয়ে জেনারেল আভি পদত্যাগ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লেখা পদত্যাগপত্রে জেনারেল রোজেনফিল্ড বলেছেন, ৭ অক্টোবর আমি আমার জীবনের মিশনে ব্যর্থ হয়েছি, গাজা সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে পারিনি।

রোজেনফেল্ড ইসরাইলের সেনাপ্রধান বরাবর লেখা পদত্যাগপত্রে বলেছেন, গাজা ডিভিশনের কমান্ডারের পদ থেকে এবং ইসরাইলি সামরিক বাহিনী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। প্রত্যেককে ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিতে হবে; তার মধ্যে গাজা ডিভিশনের প্রধান হিসেবে আমি একজন দায়ী ব্যক্তি। তবে নতুন কোনো ব্যক্তি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি গাজা ডিভিশনের প্রধান হিসেবে কাজ করবে।

আগামী কয়েকদিনের মধ্যে তার জায়গায় নতুন কোন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হবে বলে মনে করা হচ্ছে। ৭ অক্টোবরের বিপর্যয়ের পর এই নিয়ে ইসরাইলি সামরিক বাহিনী থেকে দুইজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করলেন। এর আগে গত এপ্রিল মাসে ইসরাইলের সামরিক বাহিনীর গোয়েন্দা পরিচালক পদত্যাগ করেছিলেন।

এদিকে, গান্তজের পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। বেনি গান্তজের এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরাইল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.