ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ কর্মরত কর্মচারীদের মেধাবী সন্তানদের (প্রাথমিক, এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান, স্নাতক/স্নাতকোত্তর/সমমান) ‘মেধাবৃত্তি-২০২৪’ প্রদান করা হয়েছে। রবিবার (৯ জুন) আইসিবি কর্মচারী কল্যাণ তহবিল থেকে আইসিবি’র প্রধান কার্যালয়ে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং কর্পোরেশনের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.