দখলদার ইসরাইলের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযান চালিয়েছে তাতে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা । সংগঠনটি ঘোষণা করেছে, সর্বশেষ অভিযানে ফালাক-২ বা প্রভাত-২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের হিলাল ব্যারাকের সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরে তারা হামলা চালিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর গণহত্যা শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধারাও দখলদার সেনাদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। গাজা আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে দিন দিন ইসরাইল ও হিজবুল্লার মধ্যকার সংঘর্ষ জোরদার হচ্ছে।
ফালাক- টু ক্ষেপণাস্ত্র সম্পর্কে হিজবুল্লাহ জানিয়েছে, এটি ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্রের মতো সলিড ফুয়েল পরিচালিত এবং এর ধ্বংস ক্ষমতা উচ্চমাত্রার। ফালাক-টু ক্ষেপণাস্ত্র ফালাক-ওয়ানের চেয়ে দ্রুতগামী এবং ধংসক্ষমতা বেশি। ৩৩৩ মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র এটি এবং ১১৭ কেজি ওয়ারহেড বহন করতে পারে।
লেবাননের বিরুদ্ধে ইসরাইল সামরিক অভিযান জোরদার করতে পারে বলে হুঁশিয়ারি দেয়ার পর লেবাননের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.