হেরে যেসব অজুহাত জানাল শ্রীলঙ্কা

সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশের বিপক্ষেও হারল দেশটি। দুই উইকেটে ম্যাচটি হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেকটাই কঠিন করে দিয়েছে দলটি।

সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছিল শ্রীলঙ্কা। এবার বাংলাদেশের বিপক্ষে হারের পরও সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত দিয়েছে দলটি।

লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হ্যালানগোদা বলেন, ‘কন্ডিশন এবং পিচ ছিল সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এসেছি। নর্থ ক্যারোলিনায় মরিসভিলে নামক একটি জায়গায় ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে পুরো সময়টা অনুশীলন করতে পারিনি। সেখানকার উইকেট মানসম্মত ছিল না। আমরা একে কিছুটা কঠিন বলে মনে করেছি। আমি বলব না এ কারণে যে আমরা হেরেছি। কিন্তু আপনি যখন যুক্তরাষ্ট্রের অন্য ম্যাচগুলোর রেকর্ড দেখবেন, সেখানে কম রানের স্কোর দেখা যাবে। সর্বাবস্থায় পরিস্থিতির সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে এবং আপনি একটি মোটামোটি মানের স্কোর পেতে হবে যেন বোলাররা স্বাচ্ছন্দে খেলতে পারে এবং দলকে জেতানোর চেষ্টা করতে পারে।’

এদিকে বিশ্বকাপ শুরু করার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। যেখানে ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। জানা গেল, সেই সময়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কা।

যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেভাগে যোগাযোগ করায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কার আর খেলা হয়নি। বাংলাদেশের বিপক্ষে হারের পর এমনটা জানিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজার। তিনি আরও বলেন, ‘আমরা আসলে এটা (নতুন মাঠে যাওয়া) করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব পাইনি। আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারাই আমাদের নর্থ ক্যারোলিনায় জায়গা খুঁজে পেতে সাহায্য করেছিল। অন্য সব জায়গা সম্পূর্ণ দখল করা ছিল। এমনকি আমরা যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে একটি সিরিজ খেলার চেষ্টা করেছি। আপনি জানেন, বাংলাদেশ ইতিমধ্যেই তাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল। সেই কারণে আমাদের নর্থ ক্যারোলিনা যেতে হয়েছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.