এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পাকুন্দিয়া জোনাল অফিসের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ জুন) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সোহরাব উদ্দিন,সংসদ সদস্য, কিশোরগঞ্জ-২, পাকুন্দিয়া-কটিয়াদী। বিশেষ অতিথি ছিলেন এমদাদুল হক জুটন, চেয়ারম্যান- পাকুন্দিয়া উপজেলা পরিষদ, এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান- এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, মোঃ কফিল উদ্দিন, অধ্যক্ষ- পাকুন্দিয়া সরকারি কলেজ, মুখলেছুর রহমান ভূইয়া, ঐতিহ্য পাকুন্দিয়ার সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। অনুষ্ঠানের সভাপত্বিত করেন এইচ.এম. মিলন রহমান, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রধান কার্যালয়, ঢাকা।
অনুষ্ঠানের উদ্বোধন করে সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও সম্পদের যাবতীয় ঝুঁকি বহনের ক্ষেত্রে বীমাসেবা জীবনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উপস্থিত সকলকে তিনি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর সেবা গ্রহণের পরামর্শ প্রদান করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.