মন্দা পুঁজিবাজারে মরার উপর খাঁড়ার ঘা-এর মতো নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে আগামী ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেটে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা (Capital Gain) তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাব অনুসারে, মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে। তবে এক্ষেত্রে কিছু হিসাবের মারপ্যাঁচ আছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফায় কর আরোপের কথা বললেও করের হার সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি অর্থবিলে পরিস্কার করা হয়েছে।
এর আগে ২০১৫ সালে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেওয়া হয়।
বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মূলধনী মুনাফার উপর কর দিতে হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.