তালিকাভুক্ত কোম্পানির কর হ্রাসে শুভঙ্করের ফাঁকি

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়করের হার কমানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার শর্তসাপেক্ষে ২২.৫% থেকে ২০% করার প্রস্তাব করছি।

আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর ঘোষণা দিলেও বাস্তবে এর মধ্যে রয়েছে শুভঙ্করের ফাঁকি। বর্তমানে নির্দিষ্ট কিছু শর্ত পরিপালন করলে কোম্পানিগুলোকে ২০ শতাংশ হারে কর দিতে হয়। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হয় ২২ দশমিক ৫০ শতাংশ হারে। অর্থমন্ত্রী কর হার বাড়িয়ে ২২ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা এবং শর্ত পরিপালন করলে ২০ শতাংশ হারে কর দিতে হবে। বাস্তবে শর্ত পরিপালন সাপেক্ষে বর্তমানের সমান অর্থাৎ ২০ শতাংশ হারে কর দিতে হবে।

তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান ও প্রস্তাবিত কর হারের ছক-

 

 

বিবরণ বিদ্যমান

২০২

 

প্রস্তাবিত

২০২

 

কর হার শর্ত পরিপালনের ব্যর্থতায় করহার কর হার * শর্ত পরিপালন সাপেক্ষে কর রেয়াত পরবর্তী করহার
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে ২০% ২২.৫% ২২.৫% ২০%
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ  বা ১০ শতাংশের কম শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে ২২.৫% ২৫% ২৫% ২২.৫%
আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানিসমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় ২৭.৫% ৩০% ২৭.৫% ২৫%
এক ব্যক্তি কোম্পানি ২২.৫% ২৫% ২২.৫% ২০%
পাবলিকলি ট্রেডেড-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ব্যতীত)  

৩৭.৫%

 

শর্ত প্রযোজ্য নয়

৩৭.৫% রেয়াত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্ট্রেডেড নয় এরূপ-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ৪০% শর্ত প্রযোজ্য নয় ৪০% রেয়াত প্রযোজ্য নয়
মার্চেন্ট ব্যাংক ৩৭.৫% শর্ত প্রযোজ্য নয় ৩৭.৫% রেয়াত প্রযোজ্য নয়
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি ৪৫%

(+) ২.৫ % সারচার্জ

 

শর্ত প্রযোজ্য নয়

৪৫%

(+) ২.৫ %

রেয়াত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০% শেয়ার, যার মধ্যে Pre-Initial Public Offering Placement ৫% এর অধিক থাকতে পারবে না ৪০% শর্ত প্রযোজ্য নয় ৪০% রেয়াত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানি ৪৫% শর্ত প্রযোজ্য নয় ৪৫% রেয়াত প্রযোজ্য নয়
সমবায় সমিতি ১৫% শর্ত প্রযোজ্য নয় ২০% রেয়াত প্রযোজ্য নয়
  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.