সর্বোচ্চ আয়কর বেড়ে ৩০ শতাংশ

আগামী ২০২৪-২৪ অর্থবছরের ঘোষিত বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাকে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হবে না। আয় এই সীমা ছাড়ালে বিভিন্ন স্তর অনুসারে প্রযোজ্য কর দিতে হবে। এর মধ্যে সর্বনিম্ন কর হার ৫ শতাংশ, আর সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ।

তবে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হলেও সর্বোচ্চ কর হারে বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কয়েক করধাপ পুনর্বন্যিাস করার প্রস্তাব দেওয়া হয়েছে।

স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করধাপ ও করহার

বিদ্যমান করধাপ বিদ্যমান করহার

২০২৩-২৪

প্রস্তাবিত করধাপ প্রস্তাবিত করহার

২০২৪-২৫ ও ২০২৫-২৬

৩,৫০,০০০ টাকা পর্যন্ত শূন্য ৩,৫০,০০০ টাকা পর্যন্ত শূন্য
পরবর্তী ১,০০,০০০ টাকার উপর ৫% পরবর্তী ১,০০,০০০ টাকার উপর ৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকার উপর ১০% পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর ১৫% পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর ২০% পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর ২০%
অবশিষ্ট টাকার উপর ২৫% পরবর্তী ২০,০০,০০০ টাকার উপর ২৫%
অবশিষ্ট টাকার উপর ৩০%

 

আগামী অর্থবছরের বাজেটে ন্যুনতম করের পরিমাণ অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে । করমুক্ত সীমার ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্ন রূপভাবে বিন্যস্ত করা আছে অর্থবছরের বাজেটে।

এলাকার বিবরণ ন্যূনতম করের পরিমাণ
ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৫ হাজার টাকা
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৪ হাজার টাকা
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ৩ হাজার টাকা

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.