শিশুদের গণহত্যার দায়ে ইসরাইলকে কালো তালিকাভুক্ত করুন

জাতিসংঘের প্রতি হামাসের আহ্বান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিষ্পাপ শিশুদের ওপর অব্যাহতভাবে গণহত্যা চালানোর দায়ে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

৪ জুন যখন বিশ্ববাসী জাতিসংঘ ঘোষিত ‘আগ্রাসনের শিকার নিরপরাধ শিশু দিবস’ উদযাপন করেছে তখন গাজার শিশুদের ওপর ইসরাইল বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে। দখলদার সেনারা শুধু গাজা উপত্যকার বিভিন্ন শহর ও জনপদের ঘরবাড়ি এবং ভবন ধ্বংস করেই ক্ষান্ত হয়নি বরং তারা গণহত্যার পাশাপাশি গাজা উপত্যকায় যাতে মানবিক ত্রাণ, এমনকি ওষুধ ও পানি পৌঁছাতে না পারে সেজন্য তারা বাধা সৃষ্টি করে চলেছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর ঘৃণ্য অপরাধ ও ভয়াবহ গণহত্যা চালিয়েছে বিশেষ করে নিরপরাধ শিশুদের ওপর সরাসরি তারা সন্ত্রাসবাদ ও অপরাধযজ্ঞ চালিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুসারে প্রতি ১০ মিনিটে গাজার একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। এভাবে গত সাত মাসে তারা ১৪ হাজারের বেশি শিশুকে গাজা উপত্যকায় হত্যা করেছে। গত চার বছরে সারা বিশ্বের যুদ্ধ ও সহিংসতায় যত শিশু মারা গেছে, তার চেয়ে বেশি মারা গেছে গাজা উপত্যকায়। এ অবস্থায় নিরাপরা শিশুদের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক, আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হামাস। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.