লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইল অনেকটা নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরাইলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতিস্থাপনকারী ও কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশংকায় সতর্কাবস্থায় রয়েছে।
হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় দখলদার ইসরাইলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। আগুন নিভানোর জন্য ইসরাইলের সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার ফাইটার, উদ্ধারকারী দল এবং প্রকৃতি ও পার্ক সার্ভিস টিম-সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল এবং ওই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে যাদের এই এলাকায় খুব শিগগিরি ফেরার সম্ভাবনা নেই।
এ অবস্থায় ইসরাইলি বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে টাইমস অফ ইসরাইল খবর দিয়েছে। সোমবার হিজবুল্লাহ ইসরাইলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাঁটির ওপর ড্রোন ও রকেট দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.