‘হামাস নয় ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না’

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে ইসরাইল আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি। তিনি বলেছেন, মার্কিন সরকারের ছত্রছায়ায় স্বেচ্ছাচারী আচরণ করছে তেল আবিব।

মঙ্গলবার এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপাচাপি করার জন্য ওয়াশিংটন ও পাশ্চাত্যের তীব্র নিন্দা জানান তিনি ।

আবু জুহরি বলেন, যখন ইসরাইল সরকার প্রস্তাবটি মেনে নিচ্ছে না তখন হামাসকে চাপাচাপি করে জনমতকে বিভ্রান্ত করা হচ্ছে। পাশ্চাত্যের আচরণ দেখে মনে হচ্ছে হামাস প্রস্তাবটি বাস্তবায়নে বাধা দিচ্ছে, অথচ বিষয়টি মোটেই তা নয়।

বাইডেন গত শুক্রবার গাজা উপত্যকায় তিন ধাপে বাস্তবায়নযোগ্য একটি যুদ্ধবিরতি পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইহুদিবাদী কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় আটক ইসরাইলি পণবন্দিরা মুক্তি পাবে, উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার করা হবে এবং বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণ করা হবে। হামাস প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে বাইডেনের প্রস্তাবে হামাসের হাতে গাজার শাসনভার ধরে রাখার বিষয়টি উপেক্ষা করা হয়েছে যা এই সংগঠনটি শুরু থেকে প্রত্যাখ্যান করে এসেছে।

মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য হামাস ইতিবাচক মনোভাব দেখানো সত্ত্বেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। তারপরও ওয়াশিংটন প্রস্তাবটি মেনে নিতে হামাসকে রাজি করানোর জন্য কাতারের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.