দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বুধবার (৫ জুন)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন বুধবার। অর্থমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বাজেট।

এরপর ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

আগামী অর্থবছরের বাজেট আট লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধারণা দিয়েছেন। বাজেট পাস হওয়ার কথা ৩০ জুন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.