রামমন্দির নামের হালে পানি পেল না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বহুল প্রত্যাশিত রামমন্দির উদ্বোধনের বছরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে হোঁচট খেয়েছে দলটি। লোকসভা নির্বাচনে সারাদেশে দলটির প্রাপ্ত আসন সংখ্যা কমেছে। এমনকি যে অযোধ্যা শহরে এই মন্দির অবস্থিত তার আসনেও (ফৈজাবাদ) হেরেছে দলটি।
মোঘল আমলে নির্মিত কয়েকশ বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙ্গে সে জায়গায় দেবতা রামের মন্দির নির্মাণের দাবিতে দেশব্যাপী চালানো রথযাত্রাকে কেন্দ্র করে উত্থান ঘটেছিল ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পর্টি (বিজেপি)’র। এর মধ্য দিয়ে ভারতে উস্কে দেওয়া হয়েছিল ধর্মীয় বিভাজন। আর তার ওপর ভর করে ২০১৪ ও ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল বিজেপি। গতক নির্বাচনে দলটি ৩০৩টি আসনে জয়ী হয়েছিল। চলতি বছর জানুয়ারি মাসে অযোধ্যায় ১ হাজার ৮০০ কোটি রূপি খরচ করে তৈরি করা রামমন্দিরটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি স্বপ্ন দেখছিল, যে রামমন্দির নির্মাণকে সামনে রেখে বিজেপি আগের দুটি নির্বাচনে জয়ী হয়েছে, সে মন্দির নির্মাণ শেষ হওয়ায় দলটির পালে আরও জোরালো বাতাস লাগবে। তাতে ভর করে এবারের নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। কিন্তু বিজেপির আশায় বালি পড়েছে। সারাদেশে আসন তো বাড়েইনি, বরং খোদ রামমন্দিরের আসনে দলটি লজ্জাজনকভাবে হেরে গেছে।
উত্তর প্রদেশের ফৈজাবাদ আসনে বিজেপির প্রার্থী লাল্লু সিং পরাজিত হয়েছেন। আসনটিতে জিতেছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ফৈজাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ পেয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে বিজেপির প্রার্থী লাল্লু সিং পেয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৭২২ ভোট। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ ৫৪ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী লাল্লু সিংকে হারিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.