ফলাফল বলে দিয়েছে জনগণ মোদি-অমিতকে চায় না: রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অবস্থা নিয়ে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘আমাদের এবারের লড়াইটি ছিল (ভারতের) সংবিধান বাঁচানোর লড়াই।‘ লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোট সঙ্গী এবং কংগ্রেসের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

লোকসভা নির্বাচনের ভোট গণনা চলাকালেই মঙ্গলবার হঠাৎ করেই ভারতের শেয়ার বাজারের সূচকে বড় ধরনের পতন দেখা গেছে। সেই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘আপনারা নিশ্চয়ই আদানির স্টক দেখেছেন। ভারতের মানুষ জানে মোদির সঙ্গে আদানির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আসলে দুর্নীতির সম্পর্ক।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ফলাফলে ভারতের জনগণ বলে দিয়েছে নরেন্দ্র মোদি আমরা আপনাকে চাই না। (অমিত) শাহকে চাই না’

এদিকে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে সরকার গড়তে ২৭২টি আসন প্রয়োজন। এদিন রাত ৮টা পর্যন্ত মোট ১৮৮টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১০৯টিতে জিতেছে ক্ষমতাসীন বিজেপি। ৪৩টিতে জিতেছে কংগ্রেস।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সে সময় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২টি আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪টি আসন।

ভারতে প্রায় ৯৭ কোটি ভোটার রয়েছে, যাদের মধ্যে প্রায় দুই কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিয়েছে। মোট ভোট পড়ছে ভোট পড়েছে ৬৪ কোটির বেশি। অর্থাৎ ভোট পড়ার হার গড়ে ৫৮ দশমিক ৫৮ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.