এনআরবি ব্যাংক ও সেনা কল্যাণ ইনস্যুরেন্সের মধ্যে ব্যাংকসুরেন্স চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক লিমিটেড ও সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকসুরেন্স শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান এবং সেনা কল্যাণ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শিফক শামীম, পিএসসি (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলাদার, রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং চিফ ব্যাংকসুরেন্স অফিসার ওলি আহাদ চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও সুজন বড়ুয়া, অপারেশনস বিভাগের প্রধান মো. জহির উদ্দিন শাহরিয়ার কবির, ফ্যাসালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এ. এফ. এম. জাকারিয়া হক, ব্যাংকসুরেন্স ম্যানেজার মো. আরিফুজ্জামান কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. রেজাউল করিম এবং সেনা কল্যাণ ইনস্যুরেন্সের করপোরেট এ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্ণেল মো. আবু মাসুদ, পিবিজিএম (অব.) ও কোম্পানি সচিব এম. এম. সাজেদুল ইসলাম, পিসিএসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.